নিজস্ব প্রতিনিধি: ভারত জাকাত মাঝি পারগানা মহল এর জেলা বডি গঠন হল বালিচক হাইস্কুলে। পনত (রাজ্য) পারগানা বাবা বাদল কিস্কু এর উপস্থিতিতে অবিভক্ত জেলার নবনির্বাচিত জেলা পারগানা এর দায়িত্ব দেওয়া হল রবীন্দ্রনাথ মুর্মূকে। রবীন টুডুকে সরানো হল জেলা পারগানার পদ থেকে। নতুন জেলা নেতৃত্বর নাম হল,
১.অবিভক্ত মেদিনীপুর জেলার জেলা পারগানা-রবীন্দ্রনাথ মুর্মূ
২.জেলা জগ পারগানা-দিলীপ মান্ডি ও মনোরঞ্জন মুর্মূ
৩.জেলা গোডেত-রাইসেন হাঁসদা
৪.জেলা পারানিক-শ্রবণ কুমার মুর্মূ
এই জেলা বডি গঠনে উপস্থিত হয়েছিলেন-মেদিনীপুর সদর তল্লাট, ঘাটাল তল্লাট, খড়গপুর তল্লাট, ও ঝাড়গ্রাম তল্লাট পারগানা বাবা গন এছাড়াও পনত
https://m.facebook.com/story.php?story_fbid=2414664238576667&id=1563346653708434
পারগানা-বাদল কিস্কু, পনত জগ পারগানা-রাবনদাস হেম্ব্রম। এছাড়াও ওই চারটি তল্লাট এর মুলুক পারগানা বাবা রাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।