নিজস্ব প্রতিনিধি— স্বাধীনতার পর দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন। আর এই উজ্জ্বল ইতিহাসের সাক্ষী হতে সংসদে উপস্থিত হয়েছে নির্মলা সীতারমনের বাবা ও মা।
এদিন সংসদে বাজেট পেশ করার আগে তিনি জানান, ‘নতুন ভারত গড়ার লক্ষে কাজ শুরু করছি আমরা। আমার বিশ্বাস লক্ষ্য পূরণে সফল হব আমরা’।
এর পাশাপাশি তিনি জানান—
- লাল ফিতের দিন শেষ, এবার সরকারি কাজ আরও সহজ হবে। তবেই নতুন কাজের সুযোগ তৈরি হবে।
- আর্থিক বৃদ্ধির হার বাড়াতে চেষ্টা করছি।
- খাদ্য নিরাপত্তা দ্বিগুণ বরাদ্দ।
- ৩৪০ লক্ষ কোটি টাকার অর্থনীতি পাবে ভারত।
- ১০ বছর ৫ লক্ষ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি।
- দেশ-বিদেশ বিনিয়োগে সরকার দায়বদ্ধ।
- পণ্য করিডর, শিল্প করিডর দেশের অর্থনীতি বাড়াবে। পণ্য পরিবহন খরচ অনেক কমবে। পণ্য পরিবহন খরচ একটি কার্ডে। আইসিএমবি কার্ডে গোটা দেশে মেট্রো, সড়ক, জল পরিবহন ব্যবহার করা যাবে।
- বারাণসীর ধাঁচে হলদিয়ায় পণ্য পরিবহণ টার্মিনাল।
- ফরাক্কায় টার্মিনাল লক। কাজ শেষ হবে ২০২০-র মধ্যে।
- দেড় কোটি নীচে আয় এমন ব্যবসায়ীদের জন্য পেনশন
- দেড় কোটি নীচে আয় এমন ব্যবসায়ীদের জন্য পেনশন
- দেশজুড়ে একই গ্রিডে বিদ্যুৎ
- ছোট ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী কর্মযোগী মানধন যোজনা। দেড় কোটি টাকার ব্যবসা হলেই মিলবে পেনশন।
- সহজ শর্তে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ীদের, উপকৃত হবে ৩ কোটি ব্যবসায়ী
- বিদ্যুৎক্ষেত্রে পরিকাঠামোর সংস্কার। বিদ্যুৎ গ্রাহক আইনেও পরিবর্তন। তৈরি হবে নতুন ভাড়াটে আইন।
- মহাকাশ গবেষণায় বাণিজ্যিক করণে নতুন সংস্থা
- ২০২২ –এর মধ্যে প্রত্যেক ঘরে এলপিজি
- ২০২২-এর মধ্যে দেশের প্রত্যেক নাগরিকের ঘরে বিদ্যুৎ।
- ২০২২-এর মধ্যে ১ কোটি ৯৫ লক্ষ বাড়ি।
- ৫ বছরে ১ লক্ষ ২৫ হাজার কিলোমিটার রাস্তা। খরচ হবে ৮০ হাজার কোটি টাকা।
- বিমা, বিমান, সংবাদ মাধ্যমে আরও বেশি বিদেশি বিনিয়োগ
- বিমা, বিমান, সংবাদ মাধ্যমে আরও বেশি বিদেশি বিনিয়োগ।
- ২০২৪ এর মধ্যে প্রত্যেক ঘরে পানীয় জল। জল সংরক্ষণের জন্য তৈরি হবে নতুন মন্ত্রক।
- এনআরআইদের জন্য বিশেষ সুবিধা। ভারতীয় পাসপোর্ট থাকলেই আদার কাড
- ৩০০ কিলোমিটার নতুন মেট্রো লাইন। ২০৩০ সালের মধ্যে ৫০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ।
বিস্তারিত আসছে….