নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে তৃণমূলকে সবচেয়ে বেশী হতাশ করেছে জঙ্গলমহলের জেলাগুলি। সেখান থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে শাসকদলের প্রার্থীদের। ফল বেরোনোর পর খানিক অভিমানের সুরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, মানুষের জন্য অনেক কাজ করেছি আর করব না। এবার দলকে সময় দেব। তবে মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আবেদন রাখলেন জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ। তাঁরা চায় ঝাড়গ্রাম কলেজের নাম বদল করুক সরকার। কলেজের নাম রাখা হোক সাধু রাম চাঁদ মুর্মুর নামেই। সেই বিষয়ে ইতিমধ্যেই বিধাসভার একাধিক বিধায়ক সই করা আবেদন পত্র জমা দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।আবেদন পত্রে বলা হয়েছে, গত ১০তারিখ আদিবাসীদের উন্নয়নের জন্য গঠিত কাউন্সিলের সদস্যরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন যে ঝাড়গ্রাম কলেজের নাম পরিবর্তন করে রাখা হোক সাঁওতাল কবি সাধু রাম চাঁদ মুর্মুর নামে।তাই শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে তাদের আবেদন, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭ আইন অনুযায়ী মুখ্যমন্ত্রী যাতে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের নাম বদলের অনুমতি দেন।