নিজস্ব প্রতিনিধি— গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। নিশ্চিন্ত ঘুমের মধ্যেই গ্যাস সিলিন্ডার ভর্তি লরি কেড়ে নিল দোকানে ঘুমন্ত এক তরতাজা যুবকের প্রাণ। মর্মান্তিক দুর্ঘটনাটি উলুবেড়িয়ার ৬ নম্বর জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ঢুকে যায় চায়ের দোকানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কোলাঘাট থেকে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে আসছিল গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লরি। উলুবেড়িয়ার পিরতলায় সেই লরিটির সামনে চলে আসে অন্য একটি গাড়ি। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরিটি। গতি বেশি থাকার জন্য লরিটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। সোজা রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে লরিটি। সেখানে ঘুমাচ্ছিলেন শেখ মইনু নামে যুবক। লরির চাকা তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ মইনুর। নিহত শেখ মইনুর বাড়ি পিরতলাতেই বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। পুলিশ লরিটিকে আটক করলেও এখনও পলাতক চালক। তার খোঁজ শুরু হয়েছে।
