নিজস্ব প্রতিনিধি— রাজ্যে চর্ম শিল্পে নয়া দিগন্ত আনতে আজ বৃহস্পতিবার বানতলায় চর্মনগরীতে মেগা লেদার ক্লাস্টারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। জানা যাচ্ছে, আজ মেগা লেদার ক্লাস্টারের শিলান্যাসের পাশাপাশি ফুটওয়্যার পার্ক, লেদার গুডস পার্ক, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ১০৯ কোটি টাকা ব্যয়ে চারটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা সিইটিপির সূচনা করবেন তিনি। ওই সিইটিপির ফলে শিল্পনগরীর দূষিত জল পুনর্ব্যবহার করা যাবে। আন্দুলগোড়িতে ৫১ একর জায়গার উপরে গড়ে তোলা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সেখানে ছাঁট চামড়া পরিশোধন করে সার ও অন্যান্য সামগ্রী তৈরি করা যাবে।
এদিকে, মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে নতুনভাবে সেজে উঠেছে বানতলা চর্মনগরী। বর্ষার কথা মাথায় রেখে মঞ্চ তৈরির ক্ষেত্রে হ্যাঙার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ওয়েস্টবেঙ্গল ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ খানের কথায়, ‘বাম আমলে পূর্ব কলকাতার ট্যাংরা সহ সন্নিহিত এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা চর্মশিল্পকে একই ছাতার তলায় নিয়ে আসার জন্য বানতলায় চর্মনগরী গড়ে তোলা হলেও, তৃণমূল জমানায় চর্মশিল্পের প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’