নিজস্ব প্রতিনিধি— সোমবার আসন্ন লোকসভা ভোটে রাজ্য বিজেপি’র আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করার কথা থাকলেও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের প্রয়াণে পিছিয়ে সেটা পিছিয়ে গিয়ে আজ মঙ্গলবার রাজ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি।
রাজ্য বিজেপি’র আংশিক তালিকা পেশ করার আগে এক নজরে দেখে নেওয়া যাক সম্ভাব্যপ্রার্থী তালিকায় কারা কারা আসতে পারেন—
দার্জিলিং- সতপাল মহারাজ নাকি স্থানীয় কোনও নেতা
কোচবিহার- অশোক মণ্ডল / নিশীথ প্রামানিক
জলপাইগুড়ি- অমূল্য রায় নাকি অন্য কোনও দল থেকে আসা হেভিওয়েট
আলিপুরদুয়ার- বীরেন্দ্রচন্দ্র ওঁরাও
মালদহ উত্তর- খগেন মূর্মূ
মালদহ দক্ষিণ- মাফুজা খাতুন
আসানসোল- বাবুল সুপ্রিয়
বনগাঁ- কপিল কৃষ্ণ ঠাকুরের মেয়ে
বসিরহাট-শমীক ভট্টাচার্য
বারাকপুর- অর্জুন সিং
দমদম- রন্তিদেব সেনগুপ্ত
বারাসত- তৃণমূলের এক বিধায়ক
রাণাঘাট- অর্চনা মজুমদার
কৃষ্ণনগর- জুলু মুখোপাধ্যায়ের ছেলে নাকি অন্য দল থেকে আসা কেউ
বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ
বোলপুর- অনুপম হাজরা
বর্ধমান পূর্ব- গুরুপদ দাস
ঘাটাল- ভারতী ঘোষ
পুরুলিয়া- নরহরি মাহাতো
মেদিনীপুর- দিলীপ ঘোষ নাকি অন্য কেউ
বীরভূম- লকেট চট্টোপাধ্যায়
কলকাতা উত্তর- রাহুল সিনহা নাকি অন্য দল থেকে আসা কেউ
যাদবপুর অথবা কলকাতা দক্ষিণ– অগ্নিমিত্রা পল
উলুবেড়িয়া- ইশরত জাহান
শ্রীরামপুর- কবীর শঙ্কর বসু