নিজস্ব প্রতিনিধি— বৃষ্টি কমলেও এখনও বিপদমুক্ত হয়নি অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান। ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত হওয়ায় কাজিরাঙা জাতীয় উদ্যানের পরিস্থিতি খুব সঙ্গীন হয়ে পড়েছে। নদীর জল যত বাড়ছে ততই সমস্যা পড়ছে পশুরা। বন দফতরের তরফে জানানো হয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় ৯৫ শতাংশ এলাকা জলমগ্ন। একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত এই উদ্যানে গত তিন’দিনে ৩০টি বন্য জন্তুর মৃত্যু হয়েছে। জলের হাত থেকে বাঁচার জন্য পশুরা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। ফলে জন্তুদের সুরক্ষার ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে বন দফতর। সাম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একগলা জল পেরিয়ে যাচ্ছে পাঁচটি হরিণ। প্রাণ বাঁচাতে বেরিয়ে পড়েছে এক টুকরো উচুঁ জমির সন্ধানে।করুণ মুখে এদিক-ওদিক তাকাচ্ছে তারা। কাজিরাঙার নিরাপদ আশ্রয়ে জল ঢুকে পড়ায় গৃহহীন হয়ে পড়েছে তারা। তাই প্রাণ বাঁচাতে বেরিয়ে পড়েছে এক টুকরো উচুঁ জমির সন্ধানে। পরভীন কাসওয়ান নামে বনদফতরের এক আধিকারিক এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে ভাইরাল হয়েছে সেটি। ভিডিয়োটির নিচে পরভীন লিখেছেন, কাজিরাঙার ৯০ শতাংশ এলাকাই এখন জলের তলায়। ফলে বিপর্যস্ত হয়েছে বন্যপ্রাণও। প্রবল বৃষ্টির ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মানুষের পাশাপাশি নিরাপদ আশ্রয় খুঁজছে পশুরাও।
This will melt your heart.
90% of #Kaziranga is under water now. #Disaster happens for #wildlife also. It increases when habitat is reduced and criss-crossed by other infrastructure. In the time of such disaster it becomes difficult for them to reach at a safer location. pic.twitter.com/E1yowPPJ1b
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 16, 2019
পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্যের স্বাস্থ্য দফতরকেও তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৪ ঘণ্টা কাজ করছেন চিকিৎসক ও নার্সরা। এ ছাড়া গবাদি ও বন্য পশুদের জন্য ভেটারনারি হাসপাতালগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে।