নিজস্ব প্রতিনিধি— একটি দুটি নয়, এক সঙ্গে ষোলোটি চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মালদা শহরে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মালদা শহরের রবীন্দ্র ভবন এলাকা থেকে সন্দেহভাজন যুবককে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ১৬ টি নামিদামি কোম্পানির মোবাইল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ভীম রবিদাস(২৪)। বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি দোমহনা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, মালদা জেলার কালিয়াচক এলাকা থেকে চোরাই মোবাইলগুলি নিয়ে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া মোবাইলির বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। বুধবার ধৃত যুবককে মালদা জেলা আদালতে পাঠায় পুলিশ।
