বিশেষ প্রতিবেদন— খানিকটা অনাহারে, অবহেলায় পড়ে থাকা এই প্রতিভাময়ী কণ্ঠশিল্পীকে রীতিমতো আবিষ্কার করেন রানাঘাটের অতীন্দ্র চক্রবর্তী। রানাঘাটের প্ল্যাটফর্মে আড্ডা দিতে আসা অতীন্দ্র পেশায় একজন ইঞ্জিনিয়ার। তিনিই প্রথম রানুর গান গাওয়ার ভিডিও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
সেই ভিডিওই এখন ভিআইপি বানিয়েছে রানুকে। শ্রোতার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩০ লাখেরও বেশি। বিভিন্ন প্রথম সারির সংবাদপত্রেও মর্যাদার সঙ্গে প্রকাশিত হয়েছে এই খবর। ডাক আসছে বিভিন্ন রিয়ালিটি শো থেকে। বিদেশে বসে তসলিমা নাসরিনও ট্যুইট করেছেন। লতাজির গলা রানুর কন্ঠে শুনে মুগ্ধ মানুষজন। এই কণ্ঠশিল্পীকে নিয়ে আমার সকালের একটি কোলাজ।