নিজস্ব প্রতিনিধি : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয় বলে খবর। বিশিষ্ট সার্জেন ডা. দীপ্তেন্দ্রকুমার সরকারের অধীনে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে৷
হাসপাতাল সূত্রে খবর, হাইপার টেনশনে ভুগছেন তিনি৷ এবং ডায়াবেটিসেরও সমস্যা রয়েছে তাঁর৷ আপাতত চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি৷
বর্তমানে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৫ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি।
লোকসভা ভোটের ফলে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। আর তারপরই দলের নেতা-মন্ত্রীদের কড়া ক্লাস নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর রোষের মুখে পড়লেন একাধিক নেতা-মন্ত্রী। নেত্রীর কাছে ‘ধমক’ খান তাঁর প্রিয় ‘কেষ্টও’। অনুব্রত মণ্ডলের কাছে হারের কৈফিয়ত চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সরিয়ে দেওয়া হয় নদিয়ার পর্যবেক্ষকের দায়িত্ব থেকে।