নিজস্ব প্রতিনিধি : এক টানা কয়েকদিন ধরেই গুয়াহাটি সহ বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্র তাঁর জলের গতিবেগ পরিবর্তন করেছে। যার ফলে রাজ্যে বন্যায় আকার ধারাণ নিয়েছে। ব্রহ্মপুত্রের বন্যার ফলে এখনপর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৭ জনের। এরমধ্যে প্রায় ৫ লাখ পরিবার ঘরছাড়া অবস্থায় রয়েছে। এর মধ্যেই একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডেই ব্রহ্মপুত্রে তলিয়ে গোটা একটি স্কুল।
#WATCH: Building of a Primary School in Tengaguri area of Morigaon district collapsed due to the increasing water in the Brahmaputra River flowing through the region, yesterday. #Assam pic.twitter.com/AYoEUydJup
— ANI (@ANI) July 13, 2019
শুক্রবার মোরগাঁও জেলায় ব্রহ্মপুত্রে পড়ে যায় একটি স্কুলবাড়ি। গোটা এলাকাটি আগে থেকেই জলে ডুবে ছিল। কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে ব্রহ্মপুত্র। এছাড়াও ডিখাও, ধানসিসি, জিয়া ভারলি, পুথিমারি ও বেকি নদী বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে।