নিজস্ব প্রতিনিধি : দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে মারধরের ঘটনা ঘটল ঝাড়্গ্রাম শহরের। এই ঘটনায় দু জন বিজেপি কর্মী আহত হয়। আহত ব্যক্তিদের ঝাড়্গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ঝাড়্গ্রাম শহরের দুই নম্বর ওয়ার্ডের বাছুরডোবা এলাকায়।অভিযোগ এদিন বিজেপি লোকজনেরা বাছুরডোবা এলাকার একটি দেওয়াল আগের থেকেই সাইড ফর বিজেপি লিখে দেওয়ালটি দখল করে রেখেছিল। কিন্তু এদিন তাদের দখল করা দেওয়ালে লিখতে গেলে তৃণমূলের লোকজন বাধা দেন। এরপর শুরু হয় বচসা, তারপরেই শুরু হয়ে যায় মারধর। বিজেপির অভিযোগ তাদের দুই জন কর্মীকে ব্যপক মারধর করেন তৃণমূলের লোকজনেরা তাদেরকে গুরুতর জখম অবস্থায় ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপির শহর সভাপতি তুষার ঘোষাল বলেন “আমাদের আগের থেকেই সাইট ফর করা ছিল।এদিন আমাদের ছেলেরা দেওয়াল লিখতে গিয়েছিল।তৃণমূলের গুন্ডা বাহিনী সশস্ত্র অবস্থায় এসে মারধর করে ।দুই জন গুরুতর জখম হয়।আমরা থানায় অভিযোগ দায়ের করেছি”। অন্যদিকে ঝাড়গ্রাম শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায় বলেন “বিষয়টি খোঁজ নিয়ে দেখব।”
Related Articles
গালওয়ান থেকে আরও দূরত্বে সরল চিনা লাল ফৌজ।
গালওয়ান থেকে আরও দূরত্বে সরল চিনা লাল ফৌজ। গালওয়ান উপত্যকা থেকে চিনা সেবনাবাহিনী সরতে শুরু করেছে তা সোমবারই জানা গিয়েছিল। মঙ্গলবার জানা গেল, শুধু গালওয়ান উপত্যকা নয়। বিতর্কিত হট স্প্রিং এলাকা থেকে অন্তত দু’কিলোমিটার পিছনে সরেছে লাল ফৌজ। সূত্রের খবর, ১৫ নম্বর প্যাট্রলিং পয়েন্ট থেকে পুরপুরি বাহিনী প্রত্যাহার করে নিয়েছে পিপলস লিবারেশন আর্মি। ফিঙ্গার পয়েন্ট […]
আমার সকাল : বায়ু দূষণে বিশ্বে এক নম্বরে দিল্লি, পঞ্চম স্থানে কলকাতা, রির্পোট স্কাইমেটের
নিজস্ব প্রতিনিধি : দিল্লির বায়ুদূষণ নিয়ে শুধু দেশ নয়, গোটা পৃথিবী জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, দূষণে পিছিয়ে নেই কলকাতাও। দাবি বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের। তাদের রিপোর্ট বলা হয়েছে পাঁচ নম্বর স্থানে রয়েছেন কলকাতা। নয় নম্বরে মুম্বই। স্কাইমেট নামে একটি বেসরকারি আবহাওয়া বিশেষজ্ঞ সংস্থা গোটা পৃথিবীর বায়ুদূষণের মাত্রা নিয়ে একটি সমীক্ষা করেছে। […]
প্রাসাদোপম দালান ঘেরা বাড়িটি পড়তে চলেছে প্রোমোটারের কবলে
নিজস্ব প্রতিনিধি : বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহারের ভাগলপুর জেলার যে বাড়িতে এক সময় থাকতেন,সেই বাড়িতে এখন হয়েছে বিউটি পার্লার।এই বাড়িতে এক সময় বাঙ্গালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য কালজয়ী উপন্যাস সৃষ্টি করেছিলেন তিনি।প্রাসাদোপম দালান ঘেরা বাড়িটি পড়তে চলেছে প্রোমোটারের কবলে। এক সময় এখানেই থাকতেন চিকিৎসক ও সাহিত্যিক বনফুল ।সেই বাড়ি লাগোয়া জমিতে দাঁড়িয়ে রয়েছে সারসার মালবাহী […]