নিজস্ব প্রতিনিধি : পূর্ব মেদিনীপুর জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের উদ্বোধন করলেন রাজীব কুমার মিশ্র আইজি পশ্চিমাঞ্চল। উপস্থিত ছিলেন ডিআইজি সুকেশ কুমার জৈন মেদনীপুর রেঞ্জ, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সোলেমান নেশা কুমার সহ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত পুলিশ আধিকারিকরা।
ময়ের পরিবর্তনের সাথে সাথে দুষ্কৃতীদের ক্রাইম এর ধরন পাল্টে যাচ্ছে। যেসব ক্রাইম গুলো সাইবার এর মাধ্যমে হয়। সেই সব ক্রাইম গুলোকে আরো সক্রিয় ভাবে ধরার জন্য একেবারে আলাদা ভাবে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন এর শুভ সূচনা হলো আইজি পশ্চিমাঞ্চলের হাত ধরে।
আইজি পশ্চিমাঞ্চল রাজীব কুমার মিশ্র বলেন এই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন উদ্বোধন এর ফলে দুষ্কৃতীদের ধরা আরও সহজ হবে।