নিজস্ব প্রতিনিধি : ফের একবার পুলিশ প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চন্দননগরের। গত সোমবার চন্দননগর পুলিশ কমিশনারের দফতরে স্মারকলিপি জমা দেয়। এরপরই রাজু বলেন, ‘দিয়ে তিনি বলেন, ‘খাকি পোশাক খুলে নিয়ে সবাইকে জেলে পুরে দেব। জেলের ঘানি টানানো হবে।”
সোমবার জেলা বিজেপি-র ডাকে চুঁচুড়া পুলিশ লাইনে বিজেপির নেতা চরম হুশিয়ারি দেন পুলিশ-প্রশাসনকে। চন্দননগর পুলিশ কমিশনারের দফতরে স্মারকলিপি জমা দিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের স্লোগান ছিল- বদলা নয়, বদল চাই। বিজেপি-র স্লোগানটা একটু আলাদা। বিজেপির স্লোগান- আমরা বদলাবো, আবার বদলাও নেব।’