নিজস্ব প্রতিনিধি: তুফানগঞ্জে দলের অনুষ্ঠানে যোগ দিতে এসে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আর এই বিক্ষোভ ঘিরেই তেতে উঠল তুফানগঞ্জ। তুফানগঞ্জ পুরসভার কমিউনিটি হলে এ দিন সভা ছিল তৃণমূলের। সেই সভাতেই যোগ দিতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পড়েন সুব্রতবাবু।কমিউনিটি সেন্টারে ঢোকার মুখেও বিজেপির কর্মী সমর্থকরা তাঁকে গো ব্যাক ধ্বনি শোনান। বিক্ষোভরত বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। লাঠির ঘায়ে বেশ কয়েকজন কর্মী-সমর্থক জখম হন বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। তাঁদের তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।