নিজস্ব প্রতিনিধি: কোথাও রাস্তা আটকে দুর্গাপুজোর প্যান্ডেল করা যাবে না। এমনকী, যদি পুজোর কারণে রাস্তা আটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাও বরদাস্ত করা হবে না। রাজ্যের সবকটি থানাকে কড়া নির্দেশিকা পাঠাল নবান্ন। বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকেও।বিশেষ করে ক্লাবগুলি যাতে রাস্তা আটকে কোনও পুজো মন্ডপ তৈরি করতে না পারে সেজন্যে বিশেষ নজর দিতে বলা হয়েছে নির্দেশিকা। নবান্নের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বহু দুর্গাপুজো কমিটি। তাঁদের পালটা বক্তব্য, দীর্ঘ কয়েকবছর ধরে আমরা এভাবেই রাস্তার উপর পুজো করেছি। কিন্তু এখন যদি পুজো করার অনুমতি পুলিশ না দেয় তাহলে দীর্ঘদিনের পুজো বন্ধ হয়ে যাবে বলেই দাবি পুজো কমিটিগুলির।আর মাস দুয়েক পরই দুর্গাপুজো। শহরে ছোট-বড় মিলিয়ে বারোয়ারি পুজোর সংখ্যা কম নয়। বহু দুর্গাপুজো কমিটির তরফে আজ, বৃহস্পতিবার রথযাত্রার দিন খুঁটিপুজোর আয়োজন করা হয়েছে। কোথাও কোথাও আবার খুঁটিপুজো গতমাসেই হয়ে গিয়েছে। কিন্তু ঘটনা হল, পুজোর চার দিন ঠাকুর দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। তাই রাস্তা আটকে যদি পুজোর প্যান্ডেল করা হয়, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষকেই হয়রানির মুখে পড়তে হয়। প্রশাসন সূত্রে খবর, গত বছর পুজোর সময়ই স্রেফ রাস্তা আটকে প্যান্ডেল করার কারণে হয়রানির একাধিক অভিযোগ জমা পড়েছিল নবান্নে। শুধুমাত্র কলকাতার ক্ষেত্রেই নয়, রাজ্যের সমস্ত জায়গাতেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। নবান্ন মনে করছে, শুধু কলকাতাই নয়। জেলার বহু জায়গাতে এভাবে রাস্তা আটকে পুজো করা হয়। যার কারণে মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়।তাই সবদিক বিচার করে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার।