নিজস্ব প্রতিনিধি— ফের পিছিয়ে গেলো বিজেপি প্রার্থীর নাম ঘোষণা। নির্দিষ্ট ঘোষণা থাকলেও আজ, সোমবার, সম্ভবত বিজেপি’র প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে না। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের মৃত্যুতে কেন্দ্রীয় সরকার একদিনের এবং গোয়া সরকার সাত দিনের ‘রাষ্ট্রীয় শোক’ পালন করছে। মনোহরের অন্ত্যেষ্টি আজ পানাজিতে সম্পন্ন হবে। বিজেপির শীর্ষ নেতারা পানাজিতে উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানাবেন মনোহর পরিক্করকে। সে কারনেই কেন্দ্রীয় নির্বাচনী কমিটির আজ কোনও বৈঠক হচ্ছে না। তাই প্রার্থী তালিকা ঘোষণারও প্রশ্ন থাকছেনা। একইসঙ্গে অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর্বটিও আজ মুলতুবি থাকছে। সম্ভবত আগামী ২১ তারিখের মধ্যেই দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। লোকসভা নির্বাচনে অন্যান্য জাতীয় দলগুলি নির্বাচন ঘোষণার পরই তাদের প্রার্থীতালিকা প্রকাশ করে দিলেও বিজেপি সম্পূর্ণ প্রার্থী তালিকা তৈরি করতে পারেনি।
Related Articles
প্রয়োজনে বলপ্রয়োগের স্বাধীনতা তিন বাহিনীকে।
চিন সম্পর্কে কড়া অবস্থান নিল ভারত। চিন-ভারত সীমান্ত বরাবর যে কোনও অঞ্চলেই চিনা আগ্রাসনের কোনওরকম চেষ্টা হলেই প্রতিরোধে যে কোনও ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় সেনা। এই মর্মে তিন বাহিনীকে নির্দেশ দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সেনা সূত্রে জানা যাচ্ছে, চিন-ভারত সীমান্ত বরাবর জলে, স্থলে, আকাশে কড়া নজরদারি শুরু করেছে ভারতীয় সেনা। রবিবার চিফ অব ডিফেন্স […]
এবার আগের থেকে অনেকটা ভালো আছেন বুদ্ধবাবু
নিজস্ব প্রতিনিধি— দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ। দলের কাজে আর সেভাবে দেখা যায় না তাঁকে। কিন্তু সক্রিয়ভাবে না দেখা গেলেও তাঁর পরামর্শ সবসময়ই সমৃদ্ধ করে দলকে। হ্যাঁ, এতক্ষণ যাঁর কথা বলছিলান তিনি আর কেউ নন, তিনিই হলেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বাসীর কাছে তিনি অপছন্দের মানুষ হয়ে উঠলেও, […]
আমার সকাল: নবরাত্রিতে বড়সড় হামলার আশঙ্কা, সতর্ক করল কেন্দ্রীয় সংস্থা
নিজস্ব প্রতিনিধি— উৎসবের এই আনন্দের মুহূর্তে বড়সড় হামলার মুখে পড়তে পারে রাজধানী শহর দিল্লি। বিষয়টি নিয়ে বুধবার এমনই সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সূত্রের খবর, এই হামলা চালাতে ইতিমধ্যেই সন্ত্রাসবাদীরা কাশ্মীর থেকে দিল্লিতে পৌঁছে গিয়েছে। এদিকে দিল্লি পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড সূত্রে খবর, নবরাত্রির মধ্যে রাজধানীকে নিরাপত্তা চাদরে যাতে মুড়ে ফেলা যায় তার নির্দেশ দেওয়া […]