নিজস্ব প্রতিনিধি: দেশের সার্বিক পরিস্থিতিতে গণপিটুনি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের বুদ্ধিজীবীরা চিঠি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বাংলা থেকে সেই তালিকায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশক সেনের মতো বিশিষ্টজনেরা। কিন্তু পাল্টা কাউন্টার দিতে বিজেপিকে আড়াল করেই তখন চিঠি লিখেছেন প্রসূন জোশী, কঙ্গনা রানাওয়াত-সহ ৬২ জন। তাঁরা সমালোচনা করেছেন আগের ৪৯ জনের মানসিকতার। এ বার এই ৬২ জনের উদ্দেশে তোপ দাগলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ৪৯ জন বুধবার মোদীকে চিঠি লেখার পর তাকে সমর্থন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আক্রমণাত্মক হয়ে বুদ্ধিজীবিদের কাঠগড়ায় তুললেন সুব্রত মুখোপাধ্যায়।শনিবার সাংবাদিকরা সুব্রতবাবুকে ৬২ জনের চিঠির ব্যাপারে জিজ্ঞাসা করেন। তার উত্তরে সুব্রতবাবু বলেন, “এদেরকে আমি বুদ্ধিজীবী বলে মনে করি না। আজকাল একটা সিরিয়াল করলেই সবাই বুদ্ধিজীবী হয়ে যায়। ওদের থেকে আমার গাড়ির ড্রাইভার বেশি জানে।”অবশ্য সুব্রতবাবুর বক্তব্যের পরে অনেকেই বলতে শুরু করেছেন,সত্যিই তো একদিকে যখন সৌমিত্র চট্টোপাধ্যায় বা আদূর গোপালকৃষ্ণণের মতো ব্যক্তিত্ব, অন্যদিকে তখন নামকরা কে আছে। সিরিয়াল করলেই তা সবাইকে বুদ্ধিজীবী বলা যায় না।