নিজস্ব প্রতিনিধি— অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর রোজভ্যালি কাণ্ডে ইডি এবার তলব করল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাঁকে আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রোজভ্যালি এবং তাঁর মধ্যে কোনও টাকার লেনদেন হয়েছিল কিনা, তা জানতেই তলব ঋতুপর্ণাকে বলে সূত্রের খবর। রোজভ্যালি এবং তাঁর মধ্যে কোনও চুক্তি হয়েছিল কিনা, তা নিয়েও জেরা হতে পারে। পাশাপাশি ঋতুপর্ণার বেশ কয়েকটি বিদেশ সফরের খরচও বহন করে ওই কোম্পানি। কেন তাঁর বিদেশ সফরের খরচ বহন করে রোজভ্যালি, সেটাই জানতে চায় ইডি।
প্রসঙ্গত, মঙ্গলবারই রোজভ্যালিকাণ্ডে নিশানায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগামী ১৯ জুলাই বেলা ১২টার মধ্যে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ইতিমধ্যেই পাওয়া খবর অনুযায়ী, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কেন তিনি এই অনুষ্ঠানে গিয়েছিলেন, অনুষ্ঠানে যাওয়ার জন্য দু-পক্ষের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা সমস্ত বিষয়টিই খতিয়ে দেখছে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।