নিজস্ব প্রতিনিধি : গত বছর অক্টোবর মাস থেকে নিউ ইয়র্কে চিকিৎসারত রয়েছেন বলিউড অভিনেতা। বলিউড সূত্রের জানা গিয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে অভিনেতা ঋষি কাপুর। যদিও অভিনেতার ঠিক কী হয়েছে তা কাপুর পরিবারের তরফে গোপনই রাখা হয়েছে।
ঋষি কাপুরকে দেখতে নিউ ইয়র্কে গিয়েছেন দাদা রণধীর কাপুর ও ভাইঝি করিশ্মা কাপুর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নীতু সিং কাপুর। দেখেই বোঝা যাচ্ছে ছবিটি হাসপাতালের ছবি। নীতু পোস্ট লিখেছেন, ভাইদের মধ্যে শ্রেষ্ঠ ভাই। ঋষি কাপুর ও রণধীর কাপুরের মধ্যে নাকি বেশিরভাগ সময় খাবার নিয়েই আলোচনা করে।
View this post on InstagramThe bestest brothers ever 💕 their conversation is only food though 🙈🤪🙄 #family #bond #forever
মাঝে মধ্যেই ঋষি কাপুরকে দেখতে নিউ ইয়র্কে গিয়েছেন অনেকেই। রণবীর, আলিয়া, ঋষি কাপুরের দুই বোন সহ আরও অনেকেই ঋষি কাপুরের সঙ্গে দেখা করতে মাঝে মধ্যেই নিউ ইয়র্কে যাতায়ত করছেন।
কিছুদিন আগেই সুহানা ও গৌরীকে নিয়ে ঋষি কাপুরকে দেখতে নিউ ইয়র্কে গিয়েছিলেন শাহরুখ।
এছাড়া আমির খান,প্রিয়াঙ্কা চোপড়া, সোনালি বেন্দ্রে, অনুপম খের সহ আরও অনেকেই অভিনেতাকে দেখতে গিয়েছিলেন, এবং তাঁর সঙ্গে বেশকিছুটা সময়ও কাটিয়ে এসেছেন তাঁরা।