নিজস্ব সংবাদদাতা: গোটা দেশেই ক্রমশ সংক্রমনের রূপ নিচ্ছে ধর্মীয় ভেদাভেদ। এমনকি ধর্মকে সামনে রেখে রাজনীতিতে নেমে পড়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিরাও।মাদ্রাসায় বন্দেমাতরম উচ্চারণ করা যাবে কিনা, তাই নিয়ে বিতর্কের মধ্যেই অন্য দিশার সন্ধান দিল উত্তরপ্রদেশের একটি মাদ্রাসা। উত্তরপ্রদেশের সমভলের এক মাদ্রাসায় প্রতিদিন ছাত্র-ছাত্রীদের দিন শুরু হয় গায়ত্রী মন্ত্র ও কলমা পাঠের মধ্যেই দিয়েই। কোনও ধর্মেরই কোনও ভেদাভেদ নেই সেখানে। এই মাদ্রাসা মৌলানা মহম্মদ আলি জওহর পাবলিক স্কুলে গায়ত্রী মন্ত্র ও কলমা ছাড়াও প্রতিদিন ‘ভারত মাতা কি জয়’, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’, ‘ইনকিলাম জিন্দাবাদ’, ‘দেশ কি অমর শহিদোঁ কি জয়’-এর মতো স্লোগান উচ্চারিত হয়। ২০১২ সালে স্থাপিত হয় এই মাদ্রাসা। তারপর থেকেই এই রীতিতে পঠন-পাঠন চলে এখানে। ১৭০ ছাত্র-ছাত্রী রয়েছে এখানে। পড়ুয়াদের সব ধর্ম সম্পর্কে সজাগ করতেই এখানে কোনও ধর্মের মধ্যে ভেদাভেদ রাখা হয়নি বলে জানিয়েছেন মাদ্রাসার ম্যানেজার ফিরোজ খান।
