নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সাড়ম্বড়ে পালিত হচ্ছে রথযাত্রা। এদিন বিকেলে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রায় কাক ভেজা হয়ে জগন্নাথ, জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে সুসজ্জিত রথকে প্রায় কয়েক লক্ষ মানুষ টেনে নিয়ে যান যা সারা জেলার বিভিন্ন জায়গায় এখনো পালিত হচ্ছে।
উল্লেখ্য প্রতিবছর আষাঢ় মাসে এই দিনটির জন্য শুধু মাত্র রথের দড়ি টানার জন্য বহু মানুষ চাতক পাখির ন্যায় প্রতিক্ষা করেন।
এদিন রথযাত্রা ঘীরে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনের তরফে প্রচুর মহিলা
ও পুরুষ পুলিশ মোতায়েন করা হয়। এদিন রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় মেলা বসে। রথযাত্রায় আসা প্রত্যেকটি মানুষ সুমিষ্ট জিলাপি ও পাপড় ভাজা কিনে সহাস্যে বাড়িমুখো হন।