নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। আজ দুপুরে বিহারে একটি জনসভা করার পর সরাসরি সেখান থেকেই তিনি পৌঁছে গিয়েছিলেন মালদহের চাঁচলে। এই চাঁচল থেকেই এই রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করলেন রাহুল গাঁধী। সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলা ও প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি, আবু হাসেন খান চৌধুরী, মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এবং কংগ্রেস নেতা গৌরব গগৈর মতো কংগ্রেসের নেতা-নেত্রীরা।মালদহের চাঁচলে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার শুরু করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে তীব্র সমালোচনায় বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। আজ চাঁচলের সভায় তিনি বলেন, ‘‘এক দিকে নরেন্দ্র মোদী মিথ্যা বলেন, অন্য দিকে আপনাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেন, কিন্তু এখানে কিছুই হওয়ার নয়। বাংলায় একনায়কতন্ত্র চলছে, জনগণের কথা কেউ শোনে না।’’
একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘এক জনের কথায় কি সব চলবে? কারও কথা শোনা হবে না? মোদী-মমতা কারও কথা শোনে না। কৃষকেরা ঋণ মকুবের দাবি তোলেন, মানেন না মোদী-মমতা।’’এই রাজ্যে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখানে কিছুই হবার নয়, এই ভাষাতেই তিনি সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিপিএমের আমলে যে অত্যাচার হত সেটাই এখন করছে এই আমলেও। বাংলায় কোনও প্রগতি হবে না যতদিন না কংগ্রেস সরকার আসবে। লড়াই করে বাংলায় কংগ্রেস কর্মীরা সরকার গড়বে বলেও মালদহে সুর চড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।