নিজস্ব সংবাদদাতা: ভোটের আগে বিজেপি ঘোষণা করেছিল, সারা দেশেই জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হবে। যাঁরা অবৈধভাবে এদেশে ঢুকেছে, সবাইকে তাড়ানো হবে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ফের বললেন, আমাদের সরকার দেশের প্রতি ইঞ্চিতে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে। তারপর আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দেশ থেকে দূর করে দেওয়া হবে।বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের ঠিক একদিন আগেই, অর্থাৎ বৃহস্পতিবার এই অনুপ্রবেশ ইস্যুতে লোকসভায় লিখিত বিবরণ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ বিজেপি সাংসদ প্রবেশ সহিব সিংয়ের প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, অনুপ্রবেশ রুখতে গত পাঁচ বছরে উল্লেখযোগ্য কাজ করেছে কেন্দ্র৷ সীমান্তে কাঁটাতারের বেড়াজাল আরও পোক্ত করার হয়েছে৷ স্পর্শকাতর এলাকাগুলিতে যথাযথ আলোর ব্যবস্থা করা হয়েছে৷ তৈরি হয়েছে পাকা রাস্তা৷অমিত শাহের সুরেই এদিন লোকসভায় রাজনাথ সিংও একই কথা বলেন। রাজনাথ বলেন, দেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের চিহ্নিত করা হবে এবং তাদের ফেরত পাঠানো হবে। দেশজুড়েই খুঁজে বের করা হবে তাদের।যদিও সরকার স্বীকার করেছে, এত কিছুর পরেও অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো যায়নি। সীমান্তের অনেক জায়গায় পাহাড় ও নদী আছে। সেখানে নজর রাখা দুঃসাধ্য কাজ।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অনুপ্রবেশকারী সমস্যা মোকাবিলার জন্য সরকার ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের তিন নম্বর ধারা প্রয়োগ করবে। ওই ধারা অনুযায়ী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যায়, তাদের আটক করা যায় এবং দেশ থেকে বার করে দেওয়া যায়।