নিজস্ব প্রতিনিধি— লোকসভা ভোটের আগে থেকেই ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগদান করতে পারেন এমন জোর জল্পনা ছড়িয়েছিল কলকাতার প্রাক্তন মেয়র তথা বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন তিনি। ভোটের পর তাঁর দিল্লি যাত্রা নিয়ে সেই জল্পনা আরও একবার উসকে দিয়েছিলেন। কিন্তু সেই জল্পনাতেও জল ঢেলে দিলেন তিনি। দিল্লিতে গেলেও কোনও গেরুয়া উত্তরীয় ছাড়াই ঘরে ফিরলেন সকলের প্রিয় কানন। মঙ্গলবার বেহালা পূর্বের তৃণমূল বিধায়কের দিল্লি-যাত্রা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল। তবে পরে জানা যায় যে ব্যক্তিগত কাজেই দিল্লি গিয়েছিলেন শোভন।
উল্লেখ্য, রাজ্যের শাসক দলেরর থেকে তাঁর দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল হচ্ছিল। লোকসভা ভোটের ফল প্রকাশ পর সেই জল্পনা আরও প্রবল হচ্ছিল। এমনকি এও শোনা গিয়েছিল, বিজেপিতে যোগদানের পর আগামী বছর কলকাতা পুরভোটের সময় দায়িত্ব নিতে পারেন অভিজ্ঞ শোভন। এরমধ্যেই প্রাক্তন মেয়রের দিল্লির খবরে জল্পনা বেড়ে যায়। তবে ব্যক্তিগত কারণেই শোভন চট্টোপাধ্যায় দিল্লি গিয়েছেন বলে জানা যায় তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে।
প্রসঙ্গত, বিধানসভায় বেহালার কাউন্সিলরদের নিয়ে বৈঠকের পর গত রবিবারই প্রাক্তন মেয়রের সঙ্গে দেখা করে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের অফিসের সর্বময় কর্তা রতন মুখোপাধ্যায়। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর শোভনের গোলপার্কের বাড়ি ছাড়েন মমতা ঘনিষ্ঠ তৃণমূল নেতা।