নিজস্ব প্রতিনিধি— ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আগেই ঘোষণা করেছিল যে নতুন ২০ টাকার নোট বাজারে আসতে চলেছে। সেই মতো ভারতীয় রিজার্ভ ব্যাংক, আরবিআই খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে নতুন কুড়ি টাকার নোট। খুব শিগগিরই ব্যাংকগুলিতেও পৌঁছে যাবে। জানা গিয়েছে, আরবিআই কুড়ির নয়া নোট বাজারে ছাড়ার জন্য প্রস্তুত। কানপুরের আঞ্চলিক আরবিআই দফতরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ২০ টাকার নয়া নোট।
এই নতুন নোট দেখতে কেমন? আরবিআই জানাচ্ছে, আগের নোটের সঙ্গে একেবারেই মিল নেই। এর রং, আকার সবকিছুই আলাদা। সবুজ ও হলুদ মিশ্রিত একটি রং দেখা যাবে নতুন নোটে। নোটের সামনে থাকবে মহাত্মা গান্ধীর ছবি। ‘২০’ সংখ্যাটি লেখা থাকবে দেবনাগরি অক্ষরে। নোটটির পিছনে থাকবে স্বচ্ছ ভারতের চিহ্ন ও স্লোগান। থাকবে ইলোরা গুহার চিত্রও। এ ছাড়া ছাপার বছর, ভাষার সূচিও সেখানে থাকবে।