নিজস্ব প্রতিনিধি : প্রার্থী করা হয়নি আগেই। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি’র ‘প্রচারক’ তালিকা থেকেও বাদ গেলেন বিজেপির বর্ষীয়ান লালকৃষ্ণ আদবানি আর মুরলি মনোহর যোশি। দল বুঝিয়ে দিলো, বিজেপিতে এই দুজনের প্রয়োজনীয়তা ফুরিয়েছে।উত্তরপ্রদেশের জন্য বিজেপির তারকা ‘প্রচারক’ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নাম আছে ৪০ নেতার। ‘তারকা-প্রচারক’ তালিকায় অবশ্যই রয়েছে মোদি, অমিত শাহ, যোগীর নাম। আরও ৩৭ জনের নামও আছে তালিকায়। তবে নাম নেই আদবানি-যোশির। প্রচারক তালিকা থেকেও নাম বাদ দুজনের। এবং সব থেকে বিস্ময়ের যে আদবানিদের কাঁধে ভর দিয়েই বিজেপি আজ কেন্দ্রের শাসন ক্ষমতায়, সুকৌশলে সেই বাজপেয়ী-আদবানি- যোশির নামও ভুলিয়ে দিচ্ছে নব্য-নেতৃত্ব। বিজেপি’র অভ্যন্তরে এ ঘটনায় ক্ষোভ তুঙ্গে। নীরবে বিজেপি থেকে অন্তর্হিত হয়ে গেলো বাজপেয়ী-আদবানির ছায়াও।