নিজস্ব প্রতিনিধি: ২০১৯ লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের ইস্তাহার প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা, ইংরেজি, হিন্দির পাশাপাশি কয়েকটি আঞ্চলিক ভাষাতেও এই ইস্তাহার প্রকাশ করা হয়েছে।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইস্তাহারে সব শ্রেণির মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে। সব বয়সের নাগরিকদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ইস্তাহার। সাম্প্রদায়িকতা নিয়ে বিজেপি সরকারকে তোপ মমতার। স্বাধীনতার এত বছর পরেও কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ইস্তাহার প্রকাশ করে মমতা বলেন, জঙ্গলমহল, পাহাড়ে শান্তি ফিরিয়েছি।প্রসঙ্গত, বাম জামানায় জঙ্গলমহলের নাম বললেই দেশবাসী বুঝতে পারতে যে জঙ্গলমহলের সন্ত্রাসের আরেক নাম।কিন্তু রাজ্যে পালাবদলের পর থেকেই সেই অশান্ত জঙ্গলমহলের চিত্র পাল্টে গিয়েছে।শুধু তাই নয় বারবার গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে অশান্ত পাহাড়।সেইখানে যেন সেই সমস্যার শিকড়ে পৌছে গিয়েছিলেন মমতাই।জঙ্গল-পাহাড়ের সেই শান্ত পরিবেশ থেকেই আজ মুখ্যমন্ত্রী জানান, কাশ্মীরেও পারব।মোদী সরকার কাশ্মীর সমস্যার সমাধান করতে পারেনি।তিনি বলেন, কেন্দ্রে জোট সরকার ক্ষমতায় আসার পর কাশ্মীর সমস্যার সমাধান করা হবে। মমতা দাবি করেন,”কান্দাহারের সময় আমি যেতে চেয়েছিলাম। আমি বলেছিলাম, যাত্রীদের ফিরিয়ে আনব। আমি এসব বলতে চাই না। তবে যশবন্ত সিনহা এটা ফাঁস করে দিয়েছিলেন”।তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। রাহুল সিনহার কটাক্ষ করে বলেন, আগে ভাঙড় সমস্যার সমাধান করুন।তারপর কাশ্মীর নিয়ে ভাববেন।