নিজস্ব প্রতিনিধি— ফের খুন হল এক তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া গ্রামে। মৃতের নাম আফতাব শেখ(৪৫)। তিনি ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় আসন্ন লোকসভার নির্বাচন সংক্রান্ত সভা ছিল সাহাদিয়ার স্কুলে। সেই সভা সেরে বাড়ি ফিরছিলেন, আফতাব ও সাবির। হঠাৎই তাদের মোটরবাইককে সামনের দিক থেকে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে। এরপর দুজনেই নীচে পড়ে গেলে ওই ভ্যান থেকে কয়েকজন দুষ্কৃতী নেমে তাদের দুজনের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবতাব শেখের। জখম অবস্থায় কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচে গড়াইমারি ৯ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখ। পরে স্থানীয়রা তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিষয়টি নিয়ে ডোমকল পৌরসভার চেয়ারম্যান ও জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌমিক হোসেন বলেন, “কংগ্রেস ও সিপিএম খুনের রাজনীতি শুরু করে তৃণমূলকে দমাতে চাইছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”