নিজস্ব প্রতিনিধি— একের পর এক শহরের বিভিন্ন সেতুর স্বাস্থ্য পরীক্ষা চলছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য আগস্টের ১৫ থেকে ১৯ চারদিন বন্ধ শিয়ালদা ফ্লাইওভার। এবার স্বাস্থ্য পরীক্ষার জন্য শহরের আরও দুই গুরুত্বপূর্ণ সেতু বন্ধের আর্জি জানাল কেএমডি। একটি উত্তর কলকাতার অরবিন্দ সেতু এবং অপরটি দক্ষিণ কলকাতার বিজন সেতু। কেএমডি সূত্রে জানা গিয়েছে, এই দুই সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭২ ঘন্টা বন্ধের জন্য কলকাতা ট্রাফিকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। দিনক্ষণ সঠিক ভাবে জানা না গেলেও মনে করা হচ্ছে আগষ্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বর প্রথম দিকে এই সেতু দুটি বন্ধ থাকতে পারে। এদিকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি বন্ধ থাকলে প্রবল যানজটের সৃষ্টি হতে পারে। তাই কলকাতা ট্রাফিকের পক্ষ থেকে বিকল্প রাস্তা খুঁজতে ব্যস্ত।
