নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার লালবাজারের অভিযান ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় আরও দু’জনকে পুলিশ গ্রেফতার করার পরেই লালবাজারে অভিযান কর্মসূচী থেকে সরে দাঁড়ান জুনিয়র চিকিৎসকরা।এর আগে শনিবার ভবানীভবনে পুলিশ ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন।তারপরেই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ডাক দেওয়া হয় লালবাজার অভিযানের।কিন্তু ২ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করার পরেই লালবাজার অভিযান বাতিলের সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা।তবে অন্যদিকে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা৷ তাঁদের তরফে জানানো হয়েছে, ধর্মঘটের জন্য কোনওভাবেই জরুরি পরিষেবা ব্যহত হবে না৷ মূলত ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়৷ জানা গিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল পাশ করার প্রতিবাদে তাঁরা দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন৷ দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতেই নতুন করে বিলটি আনা হয়েছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। যদিও আইএমএ-এর দাবি, ওই বিল আইনে পরিণত হলে মেডিক্যাল শিক্ষার গোটাটাই নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। পাশাপাশি বিল অনুযায়ী হাতুরে চিকিৎসকদের মর্যাদা দেওয়ায় দেশজুড়ে তাঁদের রমরমা বাড়বে, ফলে ক্ষুণ্ণ হবে চিকিৎসকদের মর্যাদা। আর তারই প্রতিবাদে এ বার ধর্মঘটের পথে নেমেছে আইএমএ।