নিজস্ব প্রতিনিধি: কলেজেরই সেক্রেটারি পদে টিচার্স কাউন্সিলের নির্বাচন ঘিরে উত্তেজনা। মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় হাওড়ার ব্যাঁটরার নরসিংহ দত্ত কলেজে। রাত পর্যন্ত অধ্যক্ষা সহ শিক্ষক ও শিক্ষাকর্মীদের কলেজের ভিতরে আটকে রাখার অভিযোগ ওঠে। কলেজের অধ্যক্ষা জানিয়েছেন, ব্যাঁটরা থানায় যোগাযোগ করা হয়েছে। এই নির্বাচনের সঙ্গে ছাত্রদের কোনও সম্পর্ক না থাকা সত্বেও কেন তারা ঘেরাও করে রাখলেন বুঝতে পারছি না। ছাত্রছাত্রীদের মনোমতো প্রার্থী নির্বাচিত না হওয়ার কারণেই এই ঘটনা বলে তাঁরা মনে করছেন। এই ঘটনা প্রসঙ্গে নরসিংহ দত্ত কলেজের অধ্যক্ষা সোমা মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবার ছিল কলেজের সেক্রেটারি পদে শিক্ষক সংগঠনের নির্বাচন। বিকেল ৪টে নাগাদ ভোটের পর নিচে নামার সময় দেখা যায় কয়েকজন ছাত্র গেটের বাইরে জমায়েত হয়েছে। তারা সেখানে অকথ্য ভাষায় গালিলাজ করছিল। তাদের বক্তব্য ছিল শিক্ষক কাউন্সিলের নির্বাচনে তাদের প্রার্থী হেরে গেছে। অধ্যক্ষা বলেন, এদের দাবি অন্যায্য। শিক্ষক সংগঠনের নির্বাচনে ছাত্রদের কোন প্রার্থী থাকতে পারেনা। অন্যায্য দাবি নিয়ে তারা ঘেরাও করে। এই ঘেরাও প্রসঙ্গে কলেজের সান্ধ্য বিভাগের তরফে অনিমেষ চৌধুরী বলেন, সিপিএমের কয়েকজন বহিরাগত কলেজে ঢুকে নির্বাচন করেছেন। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। কোনও ব্যাপারে প্রতিবাদ করলেই কলেজ কর্তৃপক্ষ তাদের সংগঠনকে ডিসল্ভ করে দেওয়ার হুমকি দিচ্ছে।