নিজস্ব প্রতিনিধি— ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শনিবার সকালে ছত্তিসগড়ে রাজনন্দনগাঁওয়ের বাগনাড়ি পুলিশ স্টেশনের অন্তর্গত সীতাগোলা নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্য হল সাত জন মাওবাদীর। সাত জন মাওবাদীর মৃত্যু হওয়া ছাড়াও বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ছত্তিসগড়ের ডিজিপি ডিএম আওয়াস্থি। অপারেশন এখনও চলছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও তল্লাশি অভিযান চলছে। এর আগে গত ২৯ জুলাই ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে এক মহিলা-সহ দুই মাওবাদীর মৃত্যু হয়। কোনটা পুলিশ স্টেশন এলাকায় কানহাইগুড়া গ্রামে চলে গুলির লড়াই।