নিজস্ব প্রতিনিধি : দেশে সবচেয়ে সস্তায় সবচেয়ে বেশি 4G ইন্টার নেট ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে Jio। জলের দরে 4G ডেটা দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গতির ইন্টারনেট পরিষেবাও দিচ্ছে আম্বানির সংস্থা।
ফেব্রুয়ারি মাসে বিভিন্ন টেলিকম নেটওয়ার্কে গড় গতির একটি তালিকা প্রকাশ করেছে টেলিকম রেগুলেটারি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)। এই তালিকার ১ নম্বরে রয়েছে Jio-র নাম। TRAI-এর প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে Jio নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল ২০.৯ Mbps। TRAI-এর প্রকাশিত এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Airtel। ফেব্রুয়ারি মাসে Airtel নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল ৯.৪ Mbps। ফেব্রুয়ারি মাসে এই তালিকার তিন নম্বরে থাকা Vodafone নেটওয়ার্কের গড় ডাউনলোড স্পিড ছিল ৬.৮ Mbps। ফেব্রুয়ারি মাসে গড় ডাউনলোড স্পিডে তালিকার চার নম্বরে রয়েছে Idea। Idea নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল ৫.৭ Mbps।
TRAI-এর প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে Jio নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল ১৮.৮ Mbps।