নিজস্ব প্রতিনিধি : পৃথিবীর বিখ্যাত বানজি জাম্প দিতে গিয়ে মৃত মুখে পৌঁচ্ছে গিয়েছিলেন খেলোয়াড়। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পোল্যান্ডে ৩৩০ ফুট থেকে পড়ে তাঁর অবস্থা এখন খুব খারাপ।
ওই ব্যক্তিকে সোজা নিচে পড়তে দেখে আতঙ্কে চিত্কার করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীদের মত, এয়ার কুশনে পড়ায় প্রাণে বেঁচে গেলেন ওই ব্যক্তি। পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনায় ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করেছে থিম পার্কটির পরিচালক সংস্থা। এই ধরণের ঘটনা এড়াতে ভবিষ্যতে আরও সতর্কতা নেওয়া হবে বলে জানায় তারা। তার পাশাপাশি আহত ব্যক্তির চিকিত্সার দিকেও নজর রাখছে পার্ক কর্তৃপক্ষ।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, তাঁর স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত লেগেছে। আপাতত তাঁকে লাইফসাপোর্ট সিস্টেমের সাহায্যে রাখা হয়েছে। বেশ কিছু অঙ্গ বিকল হতে শুরু করেছে। চিকিৎসকেরা আশ্বাস দিয়েছেন যদি প্রাণে বাঁচেন তাহলে হয়তো আবারও একদিন উঠে দাঁড়াতে পারবেন এই খেলোয়াড়।