নিজস্ব প্রতিনিধি— দেশে অসহিষ্ণুতা নিয়ে বিশিষ্টজনেদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠির পাল্টা চিঠিতে সরগরম রাজ্য-রাজনীতি। দেশের অসহিষ্ণুতা বৃদ্ধি পাওয়া নিয়ে শ্যাম বেনেগাল, অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, কৌশিক সেনের মতো ৪৯ জন বিশিষ্টজনেরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। সেখানে দলিত ও মুসলিমদের গণপিটুনির ঘটনায় কড়া শাস্তি দাবিও করেন তাঁরা। সেই চিঠির পাল্টা হিসেবে মধুর ভান্ডারকর, কঙ্গনা রানাওয়াতের মতো ৬১ জন পালটা চিঠি দিয়ে অপর্ণা সেনদের বিরুদ্ধ মত পোষণ করেছেন। আর এখানেই শেষ নয়! এবার আরও কয়েক ধাপ এগিয়ে রক্ত দিয়ে ১০১টি চিঠি লিখে ওই ৪৯ জন বিশিষ্ট জনেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানাল হিন্দু মহাসভা। শুধু তাই নয়, জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিগুলিতে ৪৯ জন বিদ্বজ্জনকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করা হয়েছে৷ বলা হয়েছে, এদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত৷ আর যাঁরা জাতীয় পুরষ্কার পেয়েছেন, তাঁদের সেই সম্মান কেড়ে নেওয়া প্রয়োজন৷
হিন্দু মহাসভার মুখপাত্র অশোক পাণ্ডে রীতিমতো হুমকির সুরে বলেছেন, ‘মুসলিম ও দলিতদের সঙ্গে হওয়া কয়েকটি ঘটনাকে ‘গণপিটুনি’র নাম দিয়ে দেশের মানহানি করার চেষ্টা হচ্ছে৷ এই ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র এখনই বন্ধ হওয়া দরকার৷ এবং যাঁরা এর সঙ্গে যুক্ত, তাঁদেরও উচিত শিক্ষা দেওয়া উচিত৷’