নিজস্ব প্রতিনিধি— উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রবিবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে উপকূলের জেলাতে ভারীবৃষ্টির সম্ভাবনা। তবে তার আগে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী তিন দিনের আগের এই অবস্থার বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, রাজস্থান থেকে মৌসুমি অক্ষরেখা জামশেদপুর ও দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরফলে উত্তরবঙ্গে ভারীবৃষ্টি চলছে। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে।এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে প্রশাসনের পক্ষ থেকে রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন। তাদের ৩ আগস্ট শনিবার সন্ধের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।