নিজস্ব প্রতিনিধি : সকাল বেলায় পরিবারের সঙ্গে বসে চা খেলেন। তার কিছুক্ষণ পরে আবার ঘুমাতে গেলেন। তবে সেই ঘুম থেকে আর উঠবেন না বলে মনে করছিলেন পরিবারের লোকজন। তবে কী হল, হঠাৎ মৃত লোক বেঁচে উঠল!
তবে, মরা মানুষের বেঁচে ওঠার ঘটনা এই প্রথম নয়। এই তো কিছু দিন আগে একটি মৃত তরুণের বেঁচে উঠার ঘটনা ঘটেছিল। যখন পরিবার ও ডাক্তার সকলেই ছেড়ে দেয় আশা তখনই ভগবানের কৃপায় ঘটে যায় মিরাকেল।
মধ্যপ্রদেশের হীরাবাই প্রজাপতি (৯৫)-র বৃদ্ধা বুধবার ভোরে আর ঘুম ভাঙেনি। সকাল পুরো পরিবারে শোকের ছায়া। একফাঁকে ডাক্তারও লিখে গেছেন মৃত্যুর শংসাপত্র। এরপরই ঘটে গেল এক আজব ঘটনা। হকচকিয়ে সবাই দেখলেন ভয় পেয়ে যায়। বেঁচে উঠল হীরাবাই। চোখের পাতা নড়ল। এপাশ-ওপাশ তাঁকালেন। হাত নাড়লেন। হয়তো এটা বোঝাতেই, আমি মরিনি এখনও। বসিয়ে দিতে বললেন, ‘চা খাব’। রোজের মতোই, চা খেলেন সকালে, সবার সঙ্গে। বেশ কিছুটা সময়। আবার অসুস্থ বোধ করলেন। সেই যে শুলেন, আর উঠলেন না। দু-ঘণ্টা, আড়াই ঘণ্টা…. সকাল থেকে দুপুর গড়িয়ে বেলা। সময় গেল, ঘুম আর ভাঙল না। সন্ধ্যায় চিরশয্যায় শায়িত হলেন কবরে।