নিজস্ব সংবাদদাতা: রূপকথাটা যেন অসম্পূর্ণ রয়ে গেল। প্রায় হেরে যাওয়া ম্যাচ দুর্দান্ত লড়াই করে ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসা। আবার যখনই মনে হল ম্যাচ যেন হাতের মধ্যে, তখনই আবার এক ঝটকায় তা বেরিয়ে গেল ভারতের নিয়ন্ত্রণের বাইরে। জাদেজা-ধোনিরা আপ্রাণ চেষ্টা করেও পারলেন না। স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই শেষ হল ভারতের বিশ্বকাপ অভিযান। ম্যাঞ্চেস্টারে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হারল টিম ইন্ডিয়া। ২০০৮ সালে কোহলির বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে হারের মধুর বদলা নিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।১০ ওভারে ২৪ রানে ৪ উইকেট। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দীনেশ কার্তিক। বড় রানে হারের শঙ্কা চেপে বসেছিল ভারতীয় সমর্থকদের মনে।
কিন্তু তারপরেই এক লড়াই দেখলেন ম্যাঞ্চেস্টারের উপস্থিত ২৫ হাজার দর্শক। প্রথমে ঋষভ পন্থ ও হার্দিক পান্ড্য এবং তারপর মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার পার্টনারশিপ। হারের মুখ থেকে প্রায় জয় ছিনিয়ে নিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষদিকে আউট হয়ে গেলেন জাদেজা ও ধোনি। ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে গেল কিউয়িরা।নিউজিল্যান্ডের করা ২৩৯ রান তাড়া করতে গিয়ে শুরুতেই মুখ থুবড়ে পড়ে ভারতীয় টপ অর্ডার। মাত্র ৫ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান ভারতের সবথেকে সফল তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দীনেশ কার্তিক ও ঋষভ পন্থ কিছুটা ধরার চেষ্টা করলেও দুরন্ত ক্যাচে কার্তিককে আউট করেন নিশাম। ২৪ রানে ৪ উইকেট পড়ে যায় ভারতের।যে সুইংয়ে ভর করে ভারত নিউজিল্যান্ডকে ২৪০ রানের মধ্যে আটকে দিল, সেই সুইংই কাল হল বিরাটদের। ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্টের যুগলবন্দি ভারতের টপ-অর্ডারকে তছনছ করে দেয়। দুর্দান্ত ফর্মে থাকা লোকেশ রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তিনজনকেই ৫ রানের গন্ডি পেরোতে দেয় নি কিউই বোলাররা। তবে কঠিন সময়ে ভারতের লড়াইকে কুর্নিশ জানাতেই হয়। ভারতবাসী অপেক্ষা আরো ৪ বছরের।