নিজস্ব প্রতিনিধি— একই রাজ্যের দুইবঙ্গের পরিস্থিত দু-রকম। একদিকে গোটা উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ অংশই জলমগ্ন হয়ে আছে। ফুঁসছে তিস্তাও। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। আজ সোমবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অপরদিকে দক্ষিণবঙ্গে আজ আরও বাড়বে তাপমাত্রা। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তিও। তবে বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি হয়েছে চাষ-আবাদের। প্রবল বৃষ্টির জেরে ধূপগুড়ি, ময়নাগুড়িতে পাটচাষের ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে বাদাম চাষেরও।