নিজস্ব প্রতিনিধি— সারদা কাণ্ডে এবার কুণাল ঘোষ সহ এক সঙ্গে ছ’জনকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার ইডির তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই ছ’জনকে এক সঙ্গে সিজিও কম্পলেক্সে তলব করেছে ইডি। এদিন ছ’জনের মধ্যে রয়েছেন, সাংসদ শতাব্দী রায় (এর আগেও শতাব্দী রায়কে সারদা কেলেঙ্কারিতে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও সংসদে অধিবেশন চলায় এখনই এই তৃণমূল সাংসদ আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।), কুণাল ঘোষ, সজ্জন আগরওয়াল, অরিন্দম দাস (বুম্বা), ফুটবল কর্তা দেবব্রত সরকার ও সন্ধির আগরওয়াল। মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে।
