নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রীর সঙ্গে শাহরুখ খানের অনেক দিনের আলাপ। বাংলার দিদির সাথে তাঁর সম্পর্কের আবেগ একটু অন্যরকম। বলিউডের কিং খান মমতা দিদির আমন্ত্রণ কখন ফেরান না।
দিদির আমন্ত্রণে আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেসটিভ্যালে তো আসেনই। তবে এমনিতেও কলকাতায় এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার দেখা করবেনই শাহরুখ খান।
প্রতিবছরই আইপিএলের মরসুমে কলকাতায় আসলেই ‘দিদি’র সঙ্গে দেখা করেন শাহরুখ খান। মঙ্গলবার নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত্ করেন বাদশা।
বুধবার ইডেনে নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ। সেই ম্যাচের আগেই মঙ্গলবার বিকেলে কলকাতায় হাজির হলেন কিং খান।
সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নে মমতা বলেন, ”শাহরুখ আমার ভাই। এবার আইপিএল জিতবে”দিদির হাত থেকে মাইক কেড়ে কিং খানের মন্তব্য, ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই জিতব।শাহরুখের মন্তব্যে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ভাইবোনরা সবসময় উইনার (বিজয়ী)।