নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে খানিক ক্ষমতা বাড়িয়েছে বিজেপি। ২ থেকে সোজা ১৮ আসন নিয়ে এবার তৃণমূলকে চাপে রাখতে মরিয়া গেরুয়া শিবির। এবার তাদের লক্ষ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিজের ক্ষমতা প্রমাণ করা । তাই এখন থেকেই নিজেদের মতো ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে গেরুয়া বাহিনী। ইতিমধ্যেই শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদকে সরাতে আচমকা আসরে নেমে পড়েছে এবিভিপি। তাই রাজ্যের বিভিন্ন জেলায় নানা সময়ে শাসক-বিরোধী দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের ঘটনা সামনে চলে আসছে। সবে মাত্র ক’দিন হল প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। এর মধ্যেই ছাত্র সংঘর্ষে তেতে উঠল হুগলির ধনেখালির শরৎ সেন্টিনারি কলেজ। তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি-র সংঘর্ষে জখম হয়েছে ১৫ জন ছাত্র। তাদের চিকিৎসা চলছে ধনেখালি গ্রামীণ হাসপাতালে।এ দিন কলেজে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফর্ম ফিলআপ চলছিল। তৃণমূলের অভিযোগ, সেই সময়েই কলেজে বহিরাগতদের নিয়ে ঢোকে বিজেপি-র লোকজন। পাল্টা তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপি।ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী তথা ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। ধনেখালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
