নিজস্ব সংবাদদাতা: প্রতীক্ষার অবসান। দেশে ফিরলেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁকে। বাকি থাকা কিছু সরকারি কাজকর্ম শেষ করেই বিএসএফ-এর কনভয়ের সঙ্গে সীমান্ত পেরিয়ে দেশের মাটিতে পা রাখবেন অভিনন্দন।
শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ পাক সেনাদের একটি কনভয়ে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে। সেখানে তাঁর এক প্রস্থ মেডিক্যাল চেকআপ হয়। পাক রেঞ্জার্স-এর ‘বিটিং দ্য রিট্রিট’-এর পরই ভারতের হাতে তুলে দেওয়া হল অভিনন্দনকে। এ দিন সকালে তাঁকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহৌরে সড়ক পথে নিয়ে আসা হয়। সেখান থেকে বিকেল সাড়ে চারটে নাগাদ নিয়ে আসা হয় ওয়াঘা-আতারি সীমান্তে। অভিনন্দনকে স্বাগত জানাতে বিকেলেই হাজির হন সেনা ও এয়ারফোর্সের শীর্ষ আধিকারিকরা। হাজির হয়েছেন এয়ার ভাইস মার্শাল আর জি কে কপূর।