নিজস্ব প্রতিনিধি : আজ রবিবার বিকেল ৫টায় লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে বলে জানা যাচ্ছে। দিল্লিতে মূখ্য নির্বাচনী কমিশনার সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ জানাবেন। ক দফায় ভোট হবে দেশে তা তিনি জানাবেন। উল্লেখ্য ২০১৪ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল মার্চের ৫ তারিখ। আজ ১০ মার্চ বিকেলে লোকসভা ভোটের দিন ঘোষণা হচ্ছে। এর আগে গত ৩টি লোকসভা নির্বাচনের দিন ঘোষণা মার্চ মাসের প্রথম সপ্তাহে হয়েছিল। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা দেশে কোড অফ কনডাক্ট চালু হয়ে যাবে।