নিজস্ব প্রতিনিধি— কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের বেফাঁস মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে নেমেছে আমেরিকা। সে দেশের এক প্রভাবশালী আইনপ্রণেতা ট্রাম্পের ‘অস্বস্তিকর’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। একই সঙ্গে ভারতের অবস্থানকে সমর্থন করেছেন অন্যান্য আইনপ্রণেতারাও।
Everyone who knows anything about foreign policy in South Asia knows that #India consistently opposes third-party mediation re #Kashmir. Everyone knows PM Modi would never suggest such a thing. Trump’s statement is amateurish and delusional. And embarrassing. 1/2
— Rep. Brad Sherman (@BradSherman) July 22, 2019
হোয়াইট হাউসের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কয়েক সপ্তাহ আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আর্জি জানিয়েছেন। ট্রাম্পের বক্তব্য, ‘আমাকে দিয়ে যদি সত্যিই হয়, তা হলে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আপত্তি নেই আমার।’
মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। উনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি মধ্যস্থতা করবেন? আমি জিজ্ঞাসা করি কোন বিষয়ে? তখনই উনি কাশ্মীরের কথা বলেন।’ ট্রাম্পের এই মন্তব্যে ব্যাপক আলোড়ন সর্বত্র।