নিজস্ব প্রতিনিধি: সারদার পর এ বার রোজভ্যালি কাণ্ডে নজরে তৃণমূল নেতা মদন মিত্র। সোমবার ইডি দফতরে তৃণমূল নেতা মদনকে তলব করা হয়। তাঁকে দফায় দফায় জেরা করা হয়েছে। এর আগে সারদা মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে গ্রেফতার করেছিল সিবিআই।সোমবার সিজিও কমপ্লেক্সে তাঁকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, ফের তলব করা হতে পারে মদনবাবুকে। সূত্রের আরও খবর, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর যোগাযোগের ব্যাপার নিয়েই গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। জেরা শেষের পর অবশ্য এ ব্যাপারে মুখ খোলেননি মদন। তবে, মদনের জেরা নিয়ে অস্বস্তি গোপন করতে পারছে না শাসকদলও।শুধু তাই নয়, এ দিন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তৃণমূলের লোকসভা সাংসদ শতাব্দী রায়কেও। আগামী ১২ জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।জানা যাচ্ছে, এদিন সিজিও কমপ্লেক্সে বেলা ১২ টার মধ্যে বীরভূমের দু’বারের সাংসদ শতাব্দী রায়কে ডাকা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী। ওই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয় বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কী কারণে আর্থিক লেনদেন হয়েছে তা জানতেই তলব বলে সূত্রে খবর।
