নিজস্ব প্রতিনিধি— প্রয়াত হলেন অভিনেতা স্বরূপ দত্ত। চোট আঘাত নিয়ে গত শনিবার থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। জানা বালিগঞ্জের বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। এরপর তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে মল্লিকবাজারের একটি বেসরকারি স্নায়ু হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় ভেন্টিলেশনে। কিন্তু তাতেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বুধবার সকালে স্বরূপ দত্ত মারা যান বলে খবর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার চলচ্চিত্র জগত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
ষাট ও সত্তরের দশকে বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন স্বরূপ দত্ত। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে সবার আগে মনে পড়ে ‘আপনজন’ এর কথা। এছাড়া, ‘আপনজন’, ‘কোনি’, ‘অচেনা অতিথি’ ‘এখনই’, ‘হারমোনিয়াম’, ‘পিতা-পুত্র’, ‘মা ও মেয়ে’ ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন।