নিজস্ব প্রতিনিধি : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘কবীর সিং’। শাহিদের অভিনয় প্রশংসিত হয়েছে সিনে মহলে। শুধু তাই নয়, বক্স অফিসে ইতিমধ্যেই ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। প্রসঙ্গত, এটাই শাহিদের প্রথম ছবি যেটি ২০০ কোটি টপকালো। আর তার পরই নাকি নিজের পারিশ্রমিক বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছেন শাহিদ?
এদিকে শোনা যাচ্ছে, ‘কবীর সিং’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন শাহিদ কাপুর। জানা যাচ্ছে, আগামী ছবিগুলির জন্য পারিশ্রমিক হিসাবে শাহিদ নাকি ৩৫ কোটি টাকা দাবি করছেন। আর এখবর যদি সত্যি হয় তাহলে শাহিদ এই মুহূ্র্তে বলিউডের অন্যতম ‘হায়েস্ট পেড’ অভিনেতা হবেন। বক্স অফিসে ‘কবীর সিং’ ২০০ কোটি টপকানোর পর দর্শকদের সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ধন্যবাদ জানাতেও ভোলেননি শাহিদ।
পারিশ্রমিকের বিচারে বলি ইন্ডাস্ট্রিতে এখন নাকি শাহিদ প্রথম সারিতে। শোনা যায়, সলমন খানের পারিশ্রমিক ৬০ কোটি টাকা। অন্যদিকে অক্ষয় কুমার, শাহরুখ খান, আমির খান, হৃতিক রোশনের মতো তারকারা প্রতি ছবির জন্য নাকি ৩০ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন। এই তালিকায় নাকি রয়েছে রণবীর কপূরের নামও।
যদিও ছবি দেখে মুগ্ধ শাহিদের ভক্তরাও। সকলেই বলছেন, ‘যব উই মেট’, ‘হায়দার’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর পর ফের একবার শাহিদ প্রমাণ দিলেন যে অভিনয়ে তিনি টক্কর দিতে পারেন বলিউডের তাবড় অভিনেতাদের। তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন নিন্দুকেরাও। কিন্তু যে চরিত্রে শাহিদ অভিনয় করেছেন সেই ‘কবীর সিং’-কেই নিয়ে বারবার উঠছে নানান প্রশ্ন। এই ছবি দেখে ডাক্তারদের একটা অংশের মত, “মেডিক্যাল পড়তে এসে এত প্রেম করলে আর অ্যালকোহলিক হলে, পড়াশোনা লাটে উঠবে।”
এক সাক্ষাৎকারে ছবিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা নানান বিতর্কের জবাব দিতে গিয়ে পরিচালক বলেন “আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে গভীরভাবে ভালবাসেন, সে ক্ষেত্রে আপনার ও আপনার সঙ্গীর একে অপরকে চড় মারার অধিকার রয়েছে। এতে দোষের কিছু দেখতে পাচ্ছি না আমি।” আর সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই মন্তব্যকে কেন্দ্র করেই এখন তোলপাড় হয় সোশাল মিডিয়া।