নিজস্ব প্রতিনিধি: গত ১৫ মার্চ গভীর রাতের বিমানে ব্যাঙ্কক থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় বিধিবহির্ভূত ভাবে সোনা আনছিলেন সেই অভিযোগে সে সময় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছায় যে সাংসদের স্ত্রীর সোনাকান্ডে হস্তক্ষেপ করতে হয় আদালতকে। কেন্দ্রীয় গোয়েন্দা কর্তাদের তলবের আশঙ্কা করে রুজিরা সমনে স্থগিতাদেশ চাইলেও কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দেয়। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রুজিরাকে এখনই শুল্ক দফতরের স্ট্র্যান্ড রোডের কার্যালয়ে হাজির হতে হবে না। এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শুল্ক দফতর। ইতিমধ্যেই প্রধান বিচারপতির বেঞ্চ, হাইকোর্টকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলে। তারপর থেকে শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। সোনা কাণ্ডে এখনই স্বস্তি মিলছে না অভিষেক-পত্নি রুজিরার। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। আদালত রুজিরা ও শুল্ক দফতর দুই পক্ষেরই মতামত শুনেছে। এদিন শুল্ক দফতরের পক্ষে ফের জানানো হয়েছে যে, কী কারণে সোনা আনা হচ্ছিল তা তদন্ত করে দেখা দরকার। এর পরে আদালত জানিয়েছে সোমবার ফের এই মামলার শুনানি হবে। তবে আদালতের শুনানিতে এখনই যে স্বস্তি ফিরবে না অভিষেকের পরিবারে তা বলার অপেক্ষা রাখে না।